সকল মেনু

স্বল্পমূল্যে ওয়ালটনের নতুন স্মার্টফোন ডি৪

 তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকা, ৪ ফেব্রুয়ারি :  দেশের বাজারে স্বল্পমূল্যে মানসম্পন্ন অ্যান্ড্রয়েড সুবিধার স্মার্টফোন আনার অন্যতম পথিকৃৎ ওয়ালটন এবারে বাজারে নিয়ে এসেছে প্রিমো সিরিজের নতুন স্মার্টফোন ডি৪। এক গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর সমৃদ্ধ ওয়ালটনের প্রিমো ডি৪ স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন অপারেটিং সিস্টেম। ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ৩.৫ ইঞ্চি এইচভিজিএ ডিসপ্লের এই হ্যান্ডসেটটিতে ফ্ল্যাশ সুবিধাসহ ২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ফ্রন্ট ভিজিএ ক্যামেরা রয়েছে। এছাড়াও রয়েছে এইচডি ভিডিও প্লেব্যাক সুবিধা। স্মার্টফোনটির ইন্টারনাল মেমোরি ৫১২ মেগাবাইট, র‌্যাম ২৫৬ মেগাবাইট। এটি ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে। অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে ওয়ালটন প্রিমো ডি৪ স্মার্টফোনটিতে রয়েছে: ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, মিউজিক প্লেয়ার, ওয়াই-ফাই, তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক সাপোর্ট, ব্লুটুথ, জিপিএস সুবিধা, মালি ৪০০ গ্রাফিক্স, অ্যাকসিলেরোমিটার (থ্রিডি) সেন্সর, ১৫০০ মেগাহার্জের লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রভৃতি। এতসব সুবিধার ওয়ালটন প্রিমো ডি৪ এর দাম পড়বে ৪,৭৫০ টাকা মাত্র। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ওয়ালটন প্যাভিলিয়ন থেকে স্মার্টফোনটি কিনলে পাবেন ২% ডিসকাউন্ট সুবিধা। ওয়ালটন প্রিমো জি২ স্মার্টফোনে ১৫% ডিসকাউন্ট ওয়ালটনের প্রমো জি২ স্মার্টফোনটি দেখতে বেশ চমৎকার, ডিজাইন বা আকৃতি সব দিক থেকে সুন্দর। হ্যান্ডসেটটির দাম ১২ হাজার ৯৫০ টাকা। তবে শুধুমাত্র ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটনের প্যাভিলিয়ন থেকে প্রিমো জি২ কেনার ক্ষেত্রে ১৫% ডিসকাউন্ট সুবিধায় হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে ১০ হাজার ৭০০ টাকায়।  ওয়ালটনের এই স্মার্টফোনটিতে আছে ১.২ গিগাহার্জ কোয়ালকম স্নাপড্রাগন এস৪ প্রসেসর। ৪.৫ ইঞ্চি কিউএইচডি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ও মাল্টি টাচ সুবিধার এই ডিভাইসটির স্ক্রিন রেজ্যুলেশন ৫৪০ বাই ৯৬০ পিক্সেল। র‌্যাম ৫১২ মেগাবাইট, ইন্টারনাল মেমোরি ৪ গিগাবাইট, মেমোরি কার্ড সাপোর্ট করবে ৩২ গিগবাইট পর্যন্ত। স্মার্টফোনটির সঙ্গে দেওয়া হচ্ছে ফ্রি ৮ গিগাবাইট মেমোরি কার্ড ও ৩টি রঙের ব্যাক কাভার। অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসিএস চালিত এই স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই সুবিধা। জিপিইউ হিসেবে আছে অ্যাডরেনো ২০৩। ডিভাইসটিতে আছে এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ভিজিএ ফ্রন্ট ক্যামেরা। রয়েছে এইচডি (৭২০পি) ভিডিও রেকর্ডিং সুবিধা। এছাড়া আরো রয়েছে তৃতীয় প্রজপ্রেুর (থ্রিজি) ইন্টারনেট সাপোর্ট, ব্লুটুথ ৩.০, জিপিএস সুবিধা, ওয়াই-ফাই, অ্যাকসিলেরোমিটার থ্রিডি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ১৮০০ মেগাহার্জের লিথিয়াম-আয়ন ব্যাটারি, স্ক্যাইপি, ভাইবার, ফেইসবুক, কিংসফট অফিস, ইউটিউব প্রভৃতি অ্যাপ্লিকেশনসহ প্রয়োজনীয় প্রায় সবকিছুই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top