সকল মেনু

জামায়াতের সঙ্গে থাকব কি না, সেটা আমাদের সিদ্ধান্তের বিষয়-খালেদা জিয়া

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৪ ফেব্রুয়ারি :  ‌‘জামায়াতের সঙ্গে থাকব কি না, সেটা আমাদের সিদ্ধান্তের বিষয়।’ বললেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার বিকেলে হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  খালেদা জিয়া বলেন, ‘আমরা কাদের সঙ্গে থাকব, সেটা আমাদের সিদ্ধান্ত। তারাও জামায়াতের সঙ্গে জোট করেছিল। আমরা কারো ডিকটেশনে চলি না। আমাদের ওপর হুকুমজারি চলবে না।’  অন্য এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘আমরা আগেই বলেছি, আমরা অতিদ্রুত নির্বাচন চাই। আমরা ইতোমধ্যে কর্মসূচি দিয়েছি। কিন্তু আমাদের সমাবেশ করতে দেয়নি, মিছিল করতে দেয়নি। তবে এভাবে বেশিদিন চলবে না। আপনারা জানেন, আমাদের নেতারা জেলে, অনেকে গুম হয়েছেন। আমরা সাংগঠনিক কাজকর্ম কিছুটা গুছিয়ে নিয়ে অচিরের বড় কর্মসূচিতে যাব।’
তিনি আরো বলেন, ‘জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছে। জনগণ আমাদের সঙ্গে থাকবে। আমরা জনগণের পক্ষের শক্তি। জনগণ আমাদের সঙ্গে থাকবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top