সকল মেনু

৬০ লাখ থাই ভোটার ভোট দিতে পারেনি

  হটনিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক:  থাইল্যান্ডে সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রায় ৬০ লাখ ভোটার ভোট দিতে পারেনি বলে একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। বিশেষ করে রাজধানী ব্যাংককের একাংশেই ইংলাক বিরোধীদের বাধার মুখে ভোট দিতে পারেনি বহু ভোটার। আবার থাই নির্বাচন কমিশনও বিষয়টি স্বীকার করেছে। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বলেছেন যেসব জায়গায় ভোট হয়নি সেখানে কয়েক সপ্তাহের মধ্যেই ফের দফা ভোট গ্রহণ করা হবে। এদিকে রবিবারের নির্বাচনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ, অনির্বাচিত ‘গণপরিষদের’ অধীনে নির্বাচন আয়োজন ও বেশ কয়েকটি রাজনৈতিক সংস্কারের দাবিতে গত নভেম্বর থেকে আন্দোলন শুরু করে সরকার বিরোধীরা। বিরোধীদের আন্দোলনের মুখে এ নির্বাচনের ডাক দেন ইংলাক। তবে বিক্ষোভকারীরা এ নির্বাচন রুখে দেয়ার চেষ্টা চালায়। ভোটের দিন নির্বাচন প্রতিরোধ ও ব্যালট বাক্স বিতরণে বাধা দেয়ার জন্য মধ্য ব্যাংককের রাতচাথেউই জেলা অফিস ঘেরাও করে রাখে কয়েকশ বিক্ষোভকারী। তাদেরই একজন নিপোন কেউইসোক বলেন, “আমরা নির্বাচন বন্ধ করছি না। আমরা এটাকে স্থগিত করছি। আমাদের একটি নির্বাচন প্রয়োজন। তবে প্রথম প্রয়োজন সংস্কার।” সূত্র: বিবিসি ও আলজাজিরা অনলাইন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top