সকল মেনু

মিশন শুরু মঙ্গলবার সিরিজ বাঁচানোর

 মেহেদি হাসান, চট্টগ্রাম, ৩ ফেব্রুয়ারি :  জয় কিংবা পরাজয়, না হলে ড্র। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের সম্ভাব্য ফলাফল এগুলো। চট্টগ্রামের আবহাওয়া পূর্বাভাসও জানাচ্ছে, বৃষ্টি কিংবা ঘন কুয়াশা থাকার সম্ভাবনা কম। এ কারণে ম্যাচ ‘পরিত্যক্ত’ হবার সম্ভাবনা নেই বললেই চলে। আগামীকাল মঙ্গলবার থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টা শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। অনুকূল আবহাওয়া ও চিরচেনা আউট ফিল্ডে মুশফিকদের লড়াই সিংহের দলের বিপক্ষে। সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ২৪৮ রানে জয় পেয়ে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে কি ঘুরে দাড়াতে পারবে বাংলাদেশ? সব প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। শনিবার চট্টগ্রাম পৌছে রোববার অনুশীলন করে মুশফিক ও ম্যাথুস বাহিনী। সোমবারও এই দুল দল শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেবে। এরপরই শুরু হবে বাঘ ও সিংহের লড়াই। প্রথম টেস্টে বাজে ভাবে হারের প্রতিশোধ নেবে বাংলাদেশ, এরকম স্বপ্ন দেখতে শুরু করেছে ক্রিকেটপ্রেমিরা।প্রথম টেস্টের ভুলগুলো শুধরে নিচ্ছে বাংলাদেশ। রোববারের অনুশীলনেও তা স্পষ্ট হয়। ব্যাটসম্যানরা দীর্ঘ সময় টেনে ব্যাটিং করেছেন। সেই সাথে টাইগার স্কোয়াডে থাকা ১৫ সদস্যকে নিয়ে ফিল্ডিং প্র্যাকটিস করিয়েছেন শেন জার্গেনসন। অন্যদিকে ফুরফুরে মেজাজে রয়েছে লঙ্কা শিবির। তবে শঙ্কা রয়েছে অতিথীদের মনেও। ঘরের মাঠে যেকোন সময়ে টাইগাররা জ্বলে উঠতে পারে সেটাও তাদের জানা আছে। এজন্য বাংলাদেশকে ‘হাল্কা’ ভাবে নেওয়ার কোন অবকাশ নেই তাদের। দুই দল নিজেদের ১৬তম টেস্ট ম্যাচ খেলবে আগামী সোমবার। পরিসংখ্যানে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে লঙ্কানরা। আগের ১৫টি টেস্ট ম্যাচের ১৪টি টেস্ট জিতেছে লঙ্কানরা। একটি টেস্ট ম্যাচ ড্র করে টাইগাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top