সকল মেনু

শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ; বিজিবির টহল

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২ ফেব্রুয়ারি :  অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সকাল ৮টার মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ তথ্য হটনিউজ২৪বিডি.কমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন। রোববার সন্ধ্যা ৭টায় সিন্ডিকেটের জরুরি সভা বসে। উপাচার্যের সভাপতিত্বে প্রায় আড়াই ঘণ্টা চলে এই সভা। সভা শুরুর আগেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন সাংবাদিকদের আভাস দিয়ে বলেছিলেন, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাসহ হল ত্যাগের নির্দেশ আসতে পারে। রোববার সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের বর্বরোচিত হামলার পর সন্ধ্যা থেকে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসে বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন। কয়েক দিন ধরে বর্ধিত বেতন-ফি বাতিল এবং সান্ধ্য কোর্স প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। রোববার এই দাবিতে অবস্থানকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে প্রায় ২৫ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ ছাড়া আহত হন আরো শতাধিক শিক্ষার্থী। এদিকে ওই ঘটনায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র সজীব সরকারকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top