সকল মেনু

সৈয়দপুরে উর্দুভাষীদের নিয়ে সকলেই রাজনীতি করেছে- হুইপ শওকত চৌধুরী

 মো. আমিররুজ্জামান, নীলফামারী ০২ ফেব্র“য়ারি:  দশম জাতীয় সংসদে বিরোধী দলীয় (জাতীয় পার্টি) হুইপ ও নীলফামারী-৪ (সৈয়দপুর- কিশোরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী বলেছেন, এতদিন অবাঙ্গালিদের (উর্দুভাষী) নিয়ে সকলেই শুধুমাত্র রাজনীতি করেছে। কিন্ত তাদের জীবনমান উন্নয়নে কেউ ভূমিকা রাখেনি। ফলে দীর্ঘদিন যাবত আটকেপড়া পাকিস্তানি ক্যাম্পগুলোতে তারা মানবেতর জীবন যাপন করে আসছে। তিনি সৈয়দপুরের ২২টি ক্যাম্পে অবস্থানরত অবাঙ্গালিদের দুর্দশার কথা তুলে ধরে বলেন, সৈয়দপুরে বিহারীদের ক্যাম্প জীবনের অবিলম্বে হবে। তাদের জন্য আবাসন ও নাগরিক সুযোগ- সুবিধা প্রদানের বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে। বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী শনিবার বিকেলে সৈয়দপুর প্রেসক্লাবে জাতীয়, আঞ্চলিক ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওই কথা বলেন। বিএনপির রাজনীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, তারা রাজনীতিতে ফেল করেছে, তারা আর কোমর তুলে দাঁড়াতে পারবে না। শওকত চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়নে আগ্রহি। সেই  ধারাবাহিকতায় দাতারা সরকারের উন্নয়ন কর্মসূচিতে নিজেদের সম্পৃক্ততা বজায় রেখেছে। এ সরকার ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সরকারের গঠনমূলক সমালোচনা ও ভালো কাজে প্রশংসা করবে। হুইপ শওকত চৌধুরী সৈয়দপুর প্রেসক্লাবের জন্য অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণের প্রতিশ্র“তি দেন। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে হুইপ শওকত চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে এ জনপদে রয়েছে শোকাবহ আত্মত্যাগের ইতিহাস। সৈয়দপুরের অনেক মানুষ মুক্তিযুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছেন। তাদের স্মরণে এখানে একটি জাতীয় মানের স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক। পরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top