সকল মেনু

এফএও মহিষের দুধ উৎপাদনে সহায়তা করবে

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২ ফেব্রুয়ারি :  উপকূলীয় চর অঞ্চলের মূল্যবান পশুসম্পদ ‘মহিষ’। অফুরন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও সঠিক পরিকল্পনা, সরকারি-বেসরকারি উদ্যোগ এবং বিশেষজ্ঞদের সংশ্লিষ্টতা না থাকায় দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে  মহিষ। ফলে মহিষ পালনে জড়িত মানুষের উৎসাহে ভাটা পড়ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এ খাতের উন্নয়নে এগিয়ে আসতে চায়। রোববার দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে সাক্ষাৎ করে এফএও’র বাংলাদেশ প্রতিনিধি মার্ক রবসন এ খাতে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। ইউএসএআইডি’র সহযোগিতায় দক্ষিণাঞ্চলের ১০ জেলায় মহিষের দুধ উৎপাদনে এফএও কাজ করবে বলে মন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় মন্ত্রী শুধু মহিষ নয়, গাভীর দুধ উৎপাদন এবং প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর জন্য এফএও প্রতিনিধিকে এগিয়ে আসার আহবান জানান। এফএও’র বাংলাদেশ প্রতিনিধি মার্ক রবসন বলেন, প্রাণির খাদ্য নিশ্চিতের গুরুত্ব দেওয়া হচ্ছে- এরই অংশ হিসেবে পশু সম্পদ ইনস্টিটিউটের সঙ্গে কাজ করছে এফএও। তিনি বাংলাদেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে বাংলাদেশ সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে, বিশ্বে মহিষের সংখ্যা প্রায় ১৭২.২০ মিলিয়ন। যা বিশ্বের প্রায় ৫০টিরও বেশি দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সমগ্র বিশ্বের শতকরা ৯৬ ভাগ মহিষই রয়েছে শুধু এশিয়া মহাদেশে। বাংলাদেশ মহিষ উৎপাদনের দিক থেকে ৮ম অবস্থানে রয়েছে, অথচ পার্শ্ববতী দেশ ভারত রয়েছে ১ম অবস্থানে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top