সকল মেনু

‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ স্থাপনের দাবি ঢাকা চেম্বারের

 অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা, ২ ফেব্রুয়ারি :  অর্থনীতির মূল কাঠামো আরো শক্তিশালী করার লক্ষে ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ স্থাপনের দাবি জানিয়েছে ঢাকা চেম্বারের নেতৃবৃন্দ।  রোববার সকালে মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে সংগঠনটির নব-নির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যদের সাক্ষাত অনুষ্ঠানে এ দাবি জানান। অনুষ্ঠানে ঢাকা চেম্বারের নবর্নিবাচিত সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বলেন, ২০১০ সালের আগস্টে এসইজেড বিষয়ে আইন করে সরকার। ইতিমধ্যে ৫টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এর গতি বাড়ানো প্রয়োজন। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা চেম্বারের পরিচালকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top