সকল মেনু

কবিতা : ঘৃনা

ঢাকা, ২ ফেব্রুয়ারি : ঘৃনা ডা. মো. আলাউদ্দিন

‘জ্বালো, জ্বালো, আগুন জ্বালো,
জ্বালো, জ্বালো, আগুন জ্বালো’
(উত্তাল জনতা এগিয়ে যায়)

আমি অবাক হয়ে তাকিয়ে থাকি!
সুপ্রিম কোর্ট চত্বর, রাজপথ, অলিগলি, মসজিদ, মন্দির, বিশ্ববিদ্যালয় …
সবখানেই ‘জ্বালো আগুন’ শ্লোগানে তপ্ত মুখরিত।
ছেলে বেলায় ভাবতাম, ‘এ বুঝি জাগরণের আগুন।’
সেদিন উত্তপ্ত হয়েছি।
ভুল ভাঙল আমার,
যেদিন দেখলাম আগুনের
লেলিহান শিখায় নির্মম উৎসব।
আগুন জ্বলছে ঘরে, আগুন বিদ্যালয়ে,
আগুন মসজিদে, আগুন কুরআনে, পাঠ্যপুস্তকে!
পিচ, পথ, যানবাহন, মানুষ সব কিছুতেই
আগুন আর আগুন!

এই তো সেদিন শ্লোগান শেষে মসজিদ  আগুনে জ্বললো, বিদ্যালয় আগুনে পুড়লো!
এই সেদিন জ্বলতে দেখেছি কুরআন,
জ্বলতে দেখেছি শিশু, মানুষ,
পথ, খাদ্য ….
আর গতকাল! জ্বলন্ত
মালোপাড়ার তাপ গায়ে লেগে
ফোস্কা পড়লো।

সেই জ্বালো আগুনে!
সেই জ্বালাও আগুনে!

আজ এই শ্লোগান কে ঘৃনা করি, ভয় পাই।
আজ ‘জ্বালো আগুন’ শ্লোগানে আৎকে উঠি।
এই বুঝি জ্বলে উঠলো আগুন!
এই বুঝি পুড়ে ছাড়খার হয়ে গেল কোথাও, কেউ, কিছু…

এই সভ্যতা! তুলে নাও তোমার
ঘাতক শ্লোগান।
আমার বাংলা জ্বলছে
আমার বাংলা পুড়ছে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top