সকল মেনু

১০ বছর পর চক্ষু হাসপাতাল চালু

 নিজস্ব প্রতিবেদক, রংপুর, ২ ফেব্রুয়ারি :  রংপুরের দীর্ঘ ১০ বছর পর একমাত্র দাতব্য চক্ষু হাসপাতাল পুনরায় চালু করলেন  জেলা প্রশাসক । রোববার সকালে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ। উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের চক্ষু বিভাগীয় প্রধান ডা. আব্দুস সাত্তার, অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম, ঢাকা পঙ্গু হাসপাতালের পরিচালক ডা. হামিদুল হক খন্দকার প্রমুখ। উল্লেখ্য, রংপুর অঞ্চলের অসহায়, দরিদ্র মানুষদের বিনা মূল্যে চক্ষু সেবায় দানশীল ব্যক্তির অনুদানে ১৯৮০ সালের ৫ সেপ্টেম্বর তৎকালীন জেলা প্রশাসকের উদ্যোগে বেতপট্রিতে প্রতিষ্ঠিত হয়েছিল দাতব্য চক্ষু হাসপাতালটি। পরে অর্থ ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে হাসপাতালটি বন্ধ হয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top