সকল মেনু

৩ কোটি টাকা বরাদ্দ বিদ্যালয় মেরামতে

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২ ফেব্রুয়ারি :  দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের জরুরি মেরামতের জন্য তিন কোটি ৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মনিন্দ্রনাথ রায় স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। পত্রে বলা হয়েছে এ টাকা দিয়ে ৪২৮টি প্রাথমিক বিদ্যালয় মেরামত করা হবে। পিইডিপি-৩ এর আওতায় ২০১৩-২০১৪ অর্থবছরের এওপিকোড-০১০৬এর অধীনে সংস্থানকৃত অর্থ থেকে ব্যয় বহন করা হবে। এ অর্থ ছাড় করার জন্য প্রয়োজনীয় অনুমোদনের জন্য মন্ত্রণালয়কে অনুরোধও করা হয়েছে। উল্লেখ্য, দেশে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় বোমাহামলা এবং আগুনে পুরে ৪৫৭ টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ জন্য প্রয়োজনীয় অর্থের প্রয়োজন ৬ কোটি ৮৭ লাখ ১৭ হাজার ৪৭৪ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top