সকল মেনু

ডিএমপির ৩৯ তম প্রতিষ্ঠা বর্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টার,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা:  ’শান্তির শপথে বলীয়ান’ এ শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যে দিয়ে ঢাকা মেট্রপলিটন পুলিশের গৌরবময় ৩৯ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মোস্তাক
আহম্মেদ ও পুলিশ মহা-পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। এছাড়া  উপস্থিত ছিলেন সাংবাদিক, সুধী সমাজ ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে রাজারবাগ পুলিশ লাইন্সে এক বর্ণাঢ্য র‌্যালী, ঘোড়া প্রদর্শনী ও গৌরবময় ৩৮ বছরের তথ্য সমন্বিত ডিসপ্লে প্রর্দশন করা হয়। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, ডিএমপি পুলিশের গৌরবময় অধ্যায়ের পিছনে নগরবাসীর অবদান রয়েছে। কারণ পুলিশ ও জনগন একই সুত্রে গাথা। রাজধানীবাসীর নিরাপত্তায় জনগন পুলিশকে সব সময় সহযোগীতা কওে আসছে। তিনি আরো বলেন শান্তি শপথে বলীয়ান অঙ্গীকারকে ধারণ করে ঢাকা মেট্রাপলিটন পুলিশ ৩৮টি বছর পার করেছে। নগরীর শান্তি -শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় স্বস্থিদায়ক পরিবেশ নিশ্চিত করতে পুলিশ বিভাগে আধুনিক প্রযক্তি ব্যবহার করে অপরাধের বিরুদ্ধে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য প্রদান এবং নগরবাসীর সহযোগিতা থাকায় রাজধানীর অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।  সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ডিএমপির প্রতিষ্ঠা বাষির্কীর সকল আয়োজন সম্পন্ন করা হয়।  বিকেলে আমন্ত্রিত অতিথিদের আগমনের পর অনুষ্ঠানের শুরুতে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি ডিএমপির বিগত ৩৮ বছরের সেবা প্রদানের সার্বিক দিক তুলে ধরবেন। বিশেষ অতিথিদের বক্তব্য প্রদানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top