সকল মেনু

তারিকুজ্জামান পেলেন শের-ই-বাংলা স্বর্ণ পদক

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ০১ ফেব্রুয়ারি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর তারিকুজ্জামান (তারা) পেলেন শের-ই-বাংলা পদক। শুক্রবার বিকেলে ঢাকা পাবলিক লাইব্রেরী ভি,আই,পি মিলনায়তনে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য তাকে শ্রেষ্ঠ চেয়ারম্যান সম্মাননা ও ‘শেরে বাংলা’ স্বর্ণ পদক দেয়া হয়েছে। এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে কবিরত আ.খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার আমিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম রাব্বানী খান, কবি আসলাম সানি, ভাষা সৈনিক শামসুল হক প্রমূখ। শেরে বাংলা এ,কে ফজলুল হক স্মৃতি সংরক্ষন ও গবেষনা পরিষদ এবং জ্ঞান তাপস ড.মো.শহিদুল্ল্হা স্মৃতি সংরক্ষই ও গবেষণা পরিষদের যৌথ উদ্যোগে তারিকুজ্জামানকে এ পদক প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top