সকল মেনু

এম শাহজাহান আহমদ, মৌলভীবাজার: সমাজে অসহায় ও আর্তপীড়িত মানুষের কল্যাণে কাজ করার মধ্যে রয়েছে পরম তৃপ্তি। আল্লাহকে ভালবাসতে হলে তার সৃষ্ট জীবকে ভালবাসতে হবে। আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। তাই মানুষের সেবার মাধ্যমে আল্লাহর সন্তোষ অর্জন করা সম্ভব। এলাকার অসহায় ও দারিদ্র মানুষ অর্থাভাবে ঠিকমত চিকিৎসা করতে না পারায় নানা রোগে ভুগে থাকেন। চোখ হচ্ছে মানুষের অমূল্য সম্পদ। তাই চোখের যতœ নিতে হবে। সর্বোপরি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার পৌর এলাকার পশ্চিম ধরকাপনে মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের অর্থায়নে ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা ও ছানিপড়া রোগীদের চিকিৎসা সেবা সহ ওসুধ সরবরাহ করা হয়। ১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ ঘটিকায় চক্ষু শিবিরের অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের প্রতিষ্ঠাতা প্রবাসী সৈয়দ জুবেদ আলী জানান চোখের ছানীপড়া রোগীদের বাছাই করা করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে নিজ খরছে অপারেশনের মাধ্যমে চোখে লেন্স সংযোজন করা হবে। এ ছাড়াও চোখের অন্যান্য সমস্যা থাকলে তা চিকিৎসা সহ ঔষধ দেয়া হচ্ছে। সাংবাদিক এস এম উমেদ আলীরপরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যরাখেন পৌর মেয়র মোঃ ফয়জুল করিম ময়ুন, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল হামিদ মাহবুব, বিএনএসবি চক্ষু হাসপাতালে সাধারণ সম্পাদক এইহিয়া মোজাহিদ, সৈয়দ আছাদ আলী,ট্রাষ্টের সদস্য সৈয়দ শহিদ আলী, ট্রাষ্টের সদস্য সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলীশাহিন। চক্ষু শিবিরে ৯০ জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। এছাড়াও ৪৫০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চক্ষু শিবির আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top