সকল মেনু

অবাক করা দায়িত্ববোধ ডাক্তারের !

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ১ ফেব্রুয়ারি :  অবিশ্বাস্য হলেও সত্য, রোগীর জন্য ছয় কিলোমিটার হাঁটলেন এক ডাক্তার। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আলাবামা প্রদেশের ব্রেন সার্জন ডা. জেনকো রিয়ানকিউ এক রোগীকে বাঁচাতে এ কাজটি করেছেন। তিনি ছয় কিলোমিটার হেঁটে গিয়ে একজনের মস্তিষ্কে অস্ত্রোপচার করেন। জেনকো মঙ্গলবার সকালে আলাবামার ব্রোকউড মেডিকেল সেন্টারে ছিলেন। ঠিক ওই মুহূর্তে ট্রিনটি মেডিকেল সেন্টারে জরুরি এক অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। কিন্তু তুষারপাতে তখন হঠাৎ করে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই নিউরোসার্জন গাড়ি চালিয়ে কিছু দূর যাওয়ার পরই আটকে যান। আবহাওয়ার কারণে মোবাইল নেটওয়ার্কও ভালো কাজ করেনি। তাই তিনি দায়িত্ববোধ থেকেই এই ছয় কিলোমিটার রাস্তা পাড়ি দেন হেঁটেই। এ ব্যাপারে ট্রিনটি মেডিকেল সেন্টারের স্টিভ ডেভিস নামের এক সেবক বলেন, ‘মোবাইল নেটওয়ার্ক এত খারাপ ছিল যে কথা ঠিকভাবে বোঝা যাচ্ছিল না। তখন আমি শুধু তার একটি কথাই শুনেছি, আমি হাঁটছি।’ডেভিস বলেন, ‘শেষ পর্যন্ত তিনি আমাকে ফোন করেন রোগী কোথায় এবং কেমন আছে জিজ্ঞেস করে।’ তারপর অস্ত্রোপচার করা হয়। জরুরি এই অস্ত্রোপচারটি করা হয় ট্রোমেটিক ব্রেইন ইনজুরির জন্য। জেনকোই একমাত্র মস্তিষ্ক অস্ত্রোপচারকারী ছিলেন ওই মেডিকেল সেন্টারের। ডেভিস আরো বলেন, এই জরুরি অস্ত্রোপচার ছাড়া রোগীকে বাঁচানো সম্ভব ছিল না। জেনকো তুষার সরিয়ে মাইলের পর মাইল হেঁটেছেন সেদিন। রাস্তায় হাজারের মতো কার ও ট্রাক ছিল লাইনে দাঁড়িয়ে। জেনকো সেদিন কোনো চিকিৎসক হয়ে হয়তো উপস্থিত হননি। উপস্থিত হয়েছিলেন মানবতার প্রতীক হয়ে। যা চিকিৎসকদের নিয়ে নানা জনে ও নানা মনে সৃষ্ট ঘৃণা একটু হলেও কমাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top