সকল মেনু

শিবির-পুলিশ গুলিবিনিময়, আহত ৫

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, ১ ফেব্রুয়ারি :  চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা নামক গ্রামে জামায়াত শিবির কর্মীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিন পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন।  শনিবার ভোর রাতের দিকে কাঞ্চনা গ্রামের ধুপিপাড়া নামক এলাকার জামায়াত শিবিরের দুর্ধর্ষ ক্যাডার বশর বাহিনীর সঙ্গে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে বলে সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছে। এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থা রিমন ও নাছির নামক দুই শিবিরের কর্মীকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন জানান, শনিবার ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশে একটি দল কাঞ্চনা গ্রামে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে অভিযান চালায়। অভিযানকালে পুলিশের অবস্থান টের পেয়ে ধুপিপাড়া গ্রামে লুকিয়ে থাকা শিবির ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এই সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে উভয়পক্ষে ব্যাপক গুলিবিনিময় হয়। উভয় পক্ষে গুলিবিনিময়ে পুলিশের তিন সদস্য ও দুই শিবিরক্যাডার আহত হয়।  পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শিবিরক্যাডার রিমন ও নাছিরকে একটি এলজি, একটি বন্দুক, কার্তুজ ও রামদাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। আহত পুলিশ সদস্যরা হলেন নাজমুল হোসেন, ফজলুর রহমান এবং আনসারুল হক। সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছে উভপক্ষে কমপক্ষে ১২ রাউন্ড গুলিবিনিময় হয়। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top