সকল মেনু

যাত্রীবাহি লঞ্চ ও ওয়েল ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহি লঞ্চ ও ওয়েল ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। এই ঘটনায় লঞ্চের  মনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।যাত্রীরা জানায়, এমভি সোনার তরী নামের লঞ্চটি শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। লঞ্চটি সকাল সাড়ে ১০টায় চাঁদপুরের মোহনপুর এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা হাইস্পিড কোম্পানীর ‘এমভি সামিয়া-২’ নামের একটি ওয়েল ট্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহি লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। লঞ্চে থাকা ৪ শতাধিক যাত্রীর মধ্যে ২০ যাত্রী গুরুতর আহত হয়। এছাড়া কয়েকজন যাত্রী আতংকে নদীতে ঝাঁপ দেয়। তাদেরকে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করা হয়। বেলা সোয়া ১২টায় লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছলে আহত যাত্রীদের বিভিন্ন স্থানে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে লঞ্চ কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top