সকল মেনু

ডাব্লিউ রহমান জুট মিল আবারো বন্ধ সহস্রারাধিক শ্রমিক-কর্মচারী বেকার

 শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর:   আবারো বন্ধ হয়ে গেছে চাঁদপুরের পুরাণবাজারে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ পাট কল ডাব্লিউ রহমান জুট মিল। গত ১০ দিন ধরে মিলের সব উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। মিলটি বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে প্রায় ১ হাজার ২শ’ শ্রমিক-কর্মচারী। যাদের এ মিলের উপর জীবন জীবিকা তারা চোখে মুখে অন্ধকার দেখছে, অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। বহু বছর পর বন্ধ মিলটি চালু হওয়ায় চাঁদপুরের দরিদ্র পরিবারগুলোতে নূতন করে বাঁচার আশা জেগে উঠে। বিশেষ করে স্বামী পরিত্যক্তা, বিধবা ও যুবতী নারী শ্রমিক ওই মিলে কাজ করে সংসার চালিয়ে আসছিল। এখন তারা কী  করবে, জীবন বাঁচাবে কীভাবে – এ শঙ্কায় তারা রয়েছে। সরজমিন মিল এলাকায় গিয়ে জানা যায়, ডাব্লিউ রহমান জুট মিলস্ চাঁদপুর কর্তৃপক্ষের সাথে চুক্তি অনুযায়ী মিলটি ভাড়া নিয়ে উৎপাদন পরিচালনা করে আসছিল পাবনা জুট বেলিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদুর  রহমান সূত্রে জানা যায়, টানা ৫ বছর পাবনা জুট বেলিং কোম্পানি ভাড়া নিয়ে মিলটি চালিয়ে আসছিলো। পাটজাত পণ্যের চাহিদা কম থাকায় এবং পাটের দাম বৃদ্ধি ও পাট সঙ্কটসহ বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি লোকসান দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে কোম্পানি মিল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top