সকল মেনু

সৈয়দপুরে এনজিও শার্প’র পিআরপিডি-ডিআই প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

মো. আমিররুজ্জামান, নীলফামারী ৩১ জানুয়ারি : নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংস্থা সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম -শার্প’র প্রোমোটিং রাইটস্ অফ পিপ্ল উইথ ডিজএ্যাবিলিটিজ থ্রু ডিজএ্যাবিলিটি ইন্কুসিভ লোকাল গভর্নেন্স এন্ড সার্ভিস প্রোভাইডিং ইন্সটিটিউশনস্ ( পিআরপিডি-ডিআই) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় স্থানীয় এনজিও শার্প ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাকেরিনা বেগম. উপজেলা সমাজ সেবা অফিসার মোছা. নুসরাত ফাতেমা, সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. সামসুল আলম ও বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার। সংস্থার নির্বাহী প্রধান মো. মাহবুব-উল আলম এতে সভাপতিত্ব করেন ।কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পিআরপিডি-ডিআই প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো.মোস্তাহার-উল আলম। এতে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থার পিআরপিডি-ডিআই প্রকল্পের ডিজএ্যাবিলিটি ইনকুশন এন্ড রিহ্যাবিলিটেশন ফ্যাসিলিটেটর মো. শফিকুল আলম। কর্মশালায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সৈয়দপুর পৌরসভার নারী কাউন্সিলর কাজী জাহানারা বেগম, এনজিও প্রতিনিধি কামরুন নাহার ইরা, বোতলাগাড়ী ইউপি সদস্য মো. হারুন-উর-রশিদ,সাংবাদিক এম আর আলম ঝন্টু, প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন ল্যাম দলের সভাপতি মো. ইউনুছ আলী প্রমূখ। এর আগে কর্মশালার শুরুতেই সংস্থার সিনিয়র ক্রেডিট কো- অর্ডিনেটর মো. রবিউল করিম মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে সংস্থার বিভিন্ন কর্মসূচি বিস্তারিত তুলে ধরেন। পুরো কর্মশালাটি উপস্থাপনায় ছিলেন সংস্থার পিআরপিডি-ডিআই প্রকল্পে কমিউনিটি মোবিলাইজার মো. আখতার হোসেন রেজা। কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top