সকল মেনু

ভারতে হাতি পাচারকালে ভারতীয় দুই নাগরিক আটক

 এম শাহজাহান আহমদ, মৌলভীবাজার(৩১জানুয়ারি): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী মুড়ইছড়া সীমান্ত এলাকায় ভারতে পাচারের সময় হাতি ও ভারতীয় নাগরিকসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি। বিজিবি ১৪ ব্যাটেলিয়নের মুড়ইছড়া সীমান্ত ফাঁড়ি সুত্রে জানা যায়,বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী মুড়ইছড়া এলাকা দিয়ে একটি হাতি ভারতে পাচার করতে নিয়ে যায় এক পাচারকারী। হাতিটি তারা ১৮৪২ নং মেইন পিলার সংলগ্ন স্থানে আসলে বিষয়টি মুরইছড়ার সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি দলের নজরে আসে। তখন বিজিবি সদস্যরা হাতি ও ভারত থেকে হাতি নিতে আসা একজনসহ  ২ পাচারকারীকে আটক করে। পাচারকারীদের মধ্যে মো. আইনুল (৪০)বাংলাদেশী এবং মো. ওয়ারেছ আলী(৪২) ভারতীয় নাগরিক। আটককৃতরা হাতিটি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে বিজিবি’র নিকট স্বীকার করেছে।বিজিবি কমান্ডার নায়েক সুবেদার আজিজুর রহমান রাত ১২ টায় বলেন, আইনুল ভারতীয় ১০০ গজের মধ্যে প্রবেশ করে ভারত থেকে ওয়ারেস নামের একজনকে ডেকে এনে হাতিটি পাচারের সময় দুজনকেই আটক করা হয়। হাতিটিকে রাত ১১টায় স্থানীয় বন বিভাগের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পাচারকারীদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। মুড়ইছড়া রেঞ্জের বিট কর্মকর্তা আতিয়ার রহমান রাত সাড়ে ১২টায় জানান, মৌলভীবাজারস্থ বন্যপ্রানী সংরক্ষন অধিদপ্তরের সাথে যোগাযোগ করে হাতিটি কোথায় নেয়া যায় সেটা নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top