সকল মেনু

রবি শস্যের আবাদ মাগুরায় রেকর্ড পরিমান

 জেলা প্রতিবেদক, মাগুরা, ৩১ জানুয়ারি :  মাগুরায় চলতি রবি মৌসুমে রেকর্ড পরিমান রবি শস্যের আবাদ হয়েছে। ফসলের মাঠগুলোতে ডাল ও তেল জাতীয় ফসলের সমাহার। সবুজ রবি ফসলের এ সব খেত মানুষের নজর কেড়ে নিয়েছে। গত মৌসুমের এ বছর প্রায় ২ হাজার হেক্টরের বেশি জমিতে রবি ফসলের আবাদ হয়েছে। অনুকূল পরিবেশ ও পোকার আক্রমণ না থাকায় এবার রবি শস্যের ফলন লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন জেলার কৃষক ও কৃষি বিভাগ।মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মুহম্মদপুর উপজেলার বিভিন্ন মাঠে ইতিমধ্যে ৬০ থেকে ৭০ ভাগ তেলবীজ জাতীয় ফসল সরিষা, রাই, তিষি কাটা হয়েছে। কৃষকরা এখন তেল জতীয় ফসল মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। বাজারে এসব ফসলের দাম বেশ ভালো। কিছু দিনের মধ্যে ডাল জাতীয় ফসল মসুর, খেসারি, মটর, ছোলা, মুগ, মাসকালাই, পেয়াজ, রসুন, মরিচ, ধনিয়া, হলুদ, আলু ও গম আসবে । জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি সুত্র জানায়, এ বছর ১২ হাজার ৯২ হেক্টরে সরিষা, ৫৬০ হেক্টরে তিষি, এক হাজার ৯০০ হেক্টরে খেসারি, ৮৪৭ হেক্টরে মটর, ১১ হাজার ৩৮৯ হেক্টরে গম, ১২ হাজার ৯৩ হেক্টরে মসুর, চার হাজার ৮৬২ হেক্টরে পেঁয়াজ, ৯৬২ হেক্টরে রসুন, ২২৮হেক্টরে মরিচ, এক হাজার ৩২ হেক্টরে ধনিয়া ও ৭৪০ হেক্টরে হলুদের আবাদ হয়েছে। মুহম্মদপুর উপজেলা সদরের কৃষক আব্দুর রহিম জানান, এ বছর সরিষার বাম্পার ফলন হয়েছে।ডাল জাতীয় ফসলের ভালো ফলনের হবে। মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোকলেচুর রহমান জানান, অনুকূল আবহাওয়া ও কীটপতঙ্গের আক্রমন না হওয়ায় রবি শস্যর ভালো ফলন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top