সকল মেনু

সাড়ে চার কোটি টাকা দামের ল্যাপটপ

 তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকা, ৩০ জানুয়ারি :  বিশ্বের সবচেয়ে দামী ল্যাপটপটির মূল্য কত হতে পারে? একটু আইডিয়া করতে থাকেন, এর ফাঁকে ব্র্যান্ডটি বলে দেই। ব্রান্ডটি হচ্ছে অ্যাপল। আর ল্যাপটপটি হচ্ছে ম্যাকবুক এয়ারের সুপ্রিম প্লাটিনাম এডিশন। এটি এ যাবৎকালের সবচেয়ে দামী ল্যাপটপ। সম্প্রতি অ্যাপলের বাজারজাতকৃত এ ল্যাপটপটির দাম রাখা হয়েছে ৩ লাখ ১৯ হাজার ৯৯৫ পাউন্ড বা সাড়ে ৪ কোটি টাকা! নিখুঁত কাজ ও সৌন্দর্যের সমন্বয়ে তৈরি করায় ল্যাপটপটির দাম এত বেশি ধরা হয়েছে। ল্যাপটপটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল প্লাটিনাম ধাতুর প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে। আর এটি তৈরি করেছেন যুক্তরাজ্যের লিভারপুলের বিখ্যাত জুয়েলারি ডিজাইনার স্টুয়ার্ট হজ। শৌখিন মানুষদের জন্য বর্তমানে এরকম ৫টি ল্যাপটপ তৈরি করা হয়েছে বলে জানা গেছে।  ল্যাপটপটির ফিচারের মধ্যে রয়েছে চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর, ৩ গুণ দ্রুতগতির ওয়াই-ফাই, ইউএসবি ৩.০, এইচডি ওয়েবক্যাম, মাল্টিটাচ ট্রাকপ্যাড, ১৩ ইঞ্চির এলইডি ডিসপ্লে, ১২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ প্রভৃতি। ওজন ৭ কেজি। উল্লেখ্য, এর আগে বিশ্বের সবচেয়ে দামী মোবাইল ফোনটিও তৈরি করেছেন স্টুয়ার্ট হজ। গত বছরের সেপ্টেম্বরে তাঁর তৈরি করা আইফোন ৫ এর ‘ব্ল্যাক ডায়মন্ড’ মোবাইল সেটটির দাম ১৫ মিলিয়ন ডলার বা ১২০ কোটি টাকা। মোবাইলটি তৈরিতে ব্যবহার করা হয়েছে গোল্ড এবং ডায়মন্ড। মোবাইলটির হোম বাটন তৈরি করা হয়েছে ২৬ ক্যারেট ব্ল্যাক ডায়মন্ড টুকরো দিয়ে। এছাড়াও চার পাশের বর্ডারে ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেটে গোল্ড প্লেট এবং ৬০০টি নিশ্চিদ্র-নিখুঁত ডায়মন্ড। পেছনে অ্যাপলের লোগোটিতে ব্যবহার করা হয়েছে ৫৩টি হোয়াইট ডায়মন্ড টুকরো। সেটের স্ক্রিনে ব্যবহৃত হয়েছে সেপিরায় গ্লাস যার প্রতি ইঞ্চির মূল্য কোটি টাকারও বেশি। জুয়েলারি ডিজাইনার স্টুয়ার্ট হজের মনোরম ডিজাইনের বিভিন্ন ব্যয়বহুল পণ্য দেখতে ভিজিট করতে পারেন http://stuarthughes.com/newdawn/index.php সাইটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top