সকল মেনু

ইনকিলাব সাংবাদিক আতিকের স্বীকারোক্তি

আদালত প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় দৈনিক ইনকিলাবের  কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমান আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা  পুলিশের পরিদর্শক কে এম ফিরোজ আল জালাল আসামি অতিককে ঢাকা  মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪  ধারায় জবান বান্দি রেকর্ড করার আবেদন করলে ঢাকা মহানগর হাকিম  হারুন অর রশিদ আসামির জবান বন্দি রেকর্ড করেন। পরে আসামির  আইনজীবী মাহবুবুল হক, আব্দুল্লাহ আল মনসুর রিপন ও তুহিন হাওলাদার  জামিনের আবেদনের উপর শুনানী করেন। শুনানী শেষে ঢাকা মহানগর হাকিম  মো. মারুফ হোসেন জামিন আবেদন নাকচ করে দেয়। এরআগে গত  ২০ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম এসএম আশিকুর রহমান ২ দিন  রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় পুলিশকে। ওইদিন একই সঙ্গে অপর ২  আসামি পত্রিকাটির নিউজ এডিটর রবিউল্ল াহ রবি, ডেপুটি চিফ  রিপোর্টার রফিক মোহম্মদ জামিন আবেদন নাকচ করে কারাগারে  পাঠানোর নির্দেশ দেন। এরআগে ‘সাতক্ষীরায় অপারেশনে ভারতীয়  বাহিনীর সহায়তা’ শিরোনামে সংবাদ প্রকাশের দায়ে রাজধানীর  টিকাটুলীর আর কে মিশন রোডের ইনকিলাব ভবনের অভিযান চালায়  পুলিশ। পরে গত ১৬ জানুয়ারি রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন  লঙ্ঘনের অভিযোগে দৈনিক ইনকিলালের অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়।  এছাড়া পত্রিকাটির প্রেসও সিলগালা করে দেয় পুলিশ। ওই সময় বার্তা কক্ষ থেকে ৩ সাংবাদিককে আটক করা হয়। এছাড়াও দুটি সিপিইউ,  দুটি মনিটর, একটি ইউপিএস, একটি ট্রেসিং পেপার, খসড়া নিউজের কপি জব্দ করে পুলিশ। ওই রাতেই তথ্য ও প্রযুক্তি যোগাযোগ  আইনে রাজধানীর ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম  বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top