সকল মেনু

স্মার্টফোন দরজা খুলবে

 আফিফা জামান, ঢাকা, ২৯ জানুয়ারি :  আপনি যদি নিউ ইয়র্ক সিটি অথবা সিলিকন ভ্যালির অ্যালফট হোটেলে বাস করেন তাহলে আপনি আপনার দরজার তালা খোলার জন্য স্মার্টফোনকে চাবি হিসেবে ব্যবহার করতে পারবেন। এমনই এক খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ম্যাশএবল।  আমেরিকার স্টারউড হোটেল এবং রিসোর্টস ওর্য়াল্ডওয়াইড ‘ভার্চুয়াল রুম কি’ অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন যাতে চেক ইন প্রক্রিয়ার জন্য অসুবিধা কম হয়। ডেস্ক থেকে চাবি নেওয়ার জন্য লম্বা লাইনে দাড়িয়ে না থেকে ব্যবহারকারীরা এই অ্যাপ্লিকেশন এর মাধ্যমেই চেক ইন এবং অর্থ প্রদান প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এই প্রযুক্তিটাতে ব্লু টুথ ব্যবহার করা হয়েছে। এটি আইফোন ৪এস অথবা উচ্চতর সিরিজ এবং অ্যান্ড্রয়েড ৪.৩ অথবা এর চেয়ে নতুন ভার্সনের মোবাইল দ্বারা ব্যবহার করা যাবে। ব্লু টুথ কানেকশন এর সঙ্গে দরজার লক এ ব্যবহার করা সেন্সর এর সংযোগ দেওয়া হয়েছে। দরজার লকটি ব্যাটারির মাধ্যমে চালিত। যদি হোটেলের কম্পিউটার সিস্টেম ডাউন হয়ে যায় তবে এটি দ্বারা কাজ সম্পন্ন করা যাবে। দরজার তালা খুলতে স্মার্টফোনের ব্যবহারের উদ্যোগ এটিই প্রথম নয়। ২০১০ সালে অ্যাপল আইফোন এর মাধ্যমে বিভিন্ন ভ্রমণ এবং খুচরা বিক্রয়ত্তোর এর জন্য এই সুবিধা ব্যবহার করা হয়। স্টারউড ২০১৪ সালের মধ্যে এই প্রোগ্রামটি কিউপেরটিনো, খালিফ এবং নিউ ইয়র্কের হারলাম এ অবস্থিত অ্যলফট হোটেলে স্থাপন করতে যাচ্ছে। কিন্তু আশা করা যাচ্ছে ২০১৫ এর শেষ নাগাদ সকল অ্যলফট এবং ডাব্লিউ হোটেলে এই সুবিধা সর্বতোভাবে প্রদান করা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top