সকল মেনু

অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

 জেলা প্রতিবেদক, গাজীপুর, ২৭ জানুয়ারি :  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হয়েছে। সারা দেশে মোট ৫১৬টি অধিভুক্ত অনার্স কলেজের ৩০টি বিষয়ে ২,৪৭,১৪৫ আসনের বিপরীতে ৪,১৩,৪৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় নেন। ওই পরীক্ষার প্রথম মেধা তালিকাভূক্ত ১,৭২,৫৮২ জনসহ সকল পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় গড় পাসের হার ৮৩%। মেধা তালিকায় উত্তীর্ণদের মধ্যে ছাত্রী ৪৯%। পরীক্ষায় মানবিক শাখায় ১,৭০,১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১,৬৭,২৭৯ জন। পাসের হার ৯৮%। বিজ্ঞান শাখায় ৫৪,৭৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০,৪৭৭ জন পাস করেছেন। পাসের হার ৯২%। ব্যবসায় শিক্ষা শাখায় ১,৮৮,৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১,২৯,৪২২ জন পাস করেছেন। এ শাখায় পাসের হার ৬৮%। পরীক্ষার্থীরা তাদের ফলাফল ঝগঝ এর মাধ্যমে জেনে নিতে পারবেন। মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে NU<space> AT <space> Roll No লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে ফলাফল জানা যাবে এবং রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এ ফলাফল দেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত বছরের ২৭ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top