সকল মেনু

পোশাক কর্মী রোজীকে বাঁচাতে এগিয়ে আসুন

pic-Roji.psd পূজন সেন,চট্টগ্রাম,হটনিউজ২৪বিডি.কম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডীর হত দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম রোজী আকতার(২০)। পিতার অক্ষমতায় লেখাপড়ায় এগোতে পারেনি বেশিদূর। শয্যাশায়ী পিতার চিকিৎসাসহ সাত সদস্যের এ পরিবারের হাল ধরতে গিয়ে পোশাক শ্রমিকের কাজ নেয় রোজী। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য অর্থাভাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে রোজী । তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে রোজী সবার বড়। দীর্ঘদিন ধরে শাররিক অসুস্থতায় ভূগলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি সে। শেষতক গত শুক্রবার চিকিৎসকের স্বরনাপন্ন হলে কার্ডিওলজিষ্ট ডা. আবু তারেক ইকবাল বিনা মূল্যে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে রোজীর হৃদযন্ত্রে ছিদ্র হয়েছে বলে নির্ণয় করেন। তাঁর এ রোগ মুক্তিতে অপারেশন করা প্রয়েজন। এতে মাত্র ৪ লক্ষ টাকা প্রয়োজন। যা জোগাড় করা রোজী কিংবা রোজীর পরিবারের পক্ষে সম্ভব নয়। রোজী বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী, রায়খালী, মোহাব্বত আলী তালুকদার পাড়া চৌকিদার বাড়ির সাহেব মিয়ার কণ্যা।রোজীর মা খতিজা বেগম রোজীকে বাঁচাতে সহৃদয়বান ব্যক্তিদের কাছ থেকে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: রোজী আকতার, ঝই অপ ঘড়- ০০৯০০৩১০০২৬৪১৬, এনসিসি ব্যাংক (অনলাইন),

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top