সকল মেনু

জলঢাকার আর্জিনাকে আমেরিকার হিউম্যান রাইটস’র অভিনন্দন

মো. আমিররুজ্জামান, নীলফামারী ২৪ জানুয়ারি :  নীলফামারীর জলঢাকার শিশু অধিকার কর্মী আর্জিনাকে এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন আমেরিকার হিউম্যান রাইটস ফাউন্ডেশন। সংগঠনের নিউইয়র্ক কার্যালয় থেকে ডাকযোগে এই অভিনন্দন বার্তা আর্জিনার বরাবরে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন প্ল ্যাান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নীলফামারী প্রোগ্রাম ইউনিটের কমিউনেকশন কোঅর্ডিনেটর আসাদুজ্জামান রুবেল। উপজেলার কৈমারী ইউনিয়নের রথবাজার এলাকার জামাল উদ্দিনের মেয়ে আর্জিনা। সে ২০০৭ সাল থেকে শিশু বিয়ে বন্ধে সোচ্চার, এলাকায় স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, জন্মনিবন্ধন, প্রাথমিক শিক্ষা প্রসার,গর্ভকালীন চেকআপ ও স্বাস্থ্য কেন্দ্রে সন্তান জন্মদানসহ বিভিন্ন বিষয়ে সচেতনামূলক কার্যক্রমে অসামান্য অবদানের জন্য আমেরিকা হিউম্যান রাইটস আর্জিনাকে এই অভিনন্দন বার্তা প্রেরণ করে। সে ২০১৩ সালের মে মাসে নরওয়েতে অনুষ্ঠিত অসলো ফ্রিডম ফোরামআয়োজিত সম্মেলনে প্ল ্যান বাংলাদেশ সহযোগিতায় অংশগ্রহণ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top