সকল মেনু

সন্ত্রাসী হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ২৩ জানুয়ারি :  মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলের একটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর তল্লাশি কেন্দ্রে সশস্ত্র সন্ত্রাসী হামলায় অন্তত ৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাদেরকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কায়রো থেকে প্রায় একশ কিলোমিটার দক্ষিণে বেনি সুয়েফ প্রদেশের একটি তল্লাশি কেন্দ্রে এই হামলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ভারি অস্ত্র-শস্ত্র সজ্জিত দু’জন লোক মোটরসাইকেলে চড়ে তল্লাশি কেন্দ্রে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুঁড়তে থাকে। এতে  ঘটনাস্থলেই ৫ পুলিশ সদস্যের মৃত্যু হয়। তবে বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেনি কেউ। গত বছরের জুলাইয়ে ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকেই মিসরের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top