সকল মেনু

দেশের উন্নয়নের জন্য সংলাপ হবে : মায়া চৌধুরী

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী  মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম বলেছেন, বিএনপির সাথে নির্বাচনের জন্য কোনো সংলাপ হবে না। সংলাপ হবে দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাঝার জন্য। তিনি বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার  মোহনপুরে অবস্থিত নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। চাঁদপুর-২ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন মায়া চৌধুরী। তিনি বলেন, নির্বাচন তো হয়েই গেছে। এখন আমরা ৫ বছর ক্ষমতায় থাকবো। নির্বাচন নিয়ে আবার কিসের সংলাপ? সংলাপ হবে দেশের  উন্নয়নের স্বার্থে, মানুষের কল্যাণের জন্য, জনগণের আদর্শ প্রতিষ্ঠার জন্য, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য। তিনি বলেন, সংলাপ হবে এদেশের যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করার জন্য। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো ৩ দিনের সফরে  নিজ এলাকায় বৃহস্পতিবার আসেন মায়া চৌধুরী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top