সকল মেনু

বিক্রির শীর্ষে দেশিয় ব্র্যান্ড ওয়ালটন; প্যাভেলিয়নে তরুণদের উপচেপড়া ভীড়

 অর্থনৈতিক প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তরুণ প্রজন্মের আকর্ষণ আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন পণ্য। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং  তরুণ পেশাজীবীরা প্রতিনিয়ত ভীড় জমাচ্ছেন নিত্যনতুন প্রযুক্তির খোঁজ-খবর নিতে। থ্রি-জি প্রযুক্তির মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম, ডিজিটাল ক্যামেরা, ট্যাব, ল্যাপটপ, সিসি ক্যামেরা, মডেম, রাউটার প্রভৃতির সর্বশেষ অবস্থান জানতে তারা মেলায় আসছেন, কিনছেনও সাধ্যমতো। মেলাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চোখে পড়ছে কোম্পানিগুলোও। বেচাকেনায় শীর্ষস্থান দখল করে আছে দেশিয় ব্র্যান্ড ওয়ালটন। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশে থ্রিজি মোবাইলের  সুচনা কয়েক মাস আগে হলেও এবারই প্রথম মেলায় এসেছে তৃতীয়  প্রজন্মের এই সেবা কার্যক্রম। আর তাই মোবাইল ব্যবহারকারী বিশেষ করে তরুণ-তরুণীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিভিন্ন ব্র্যান্ড, ডিজাইন ও দামের থ্রিজি মোবাইল সেট। বাণিজ্য মেলায় ওয়ালটন, সিম্ফনি, সনি র‌্যাংস, হুয়াওয়ে ও ম্যাক্সিমাসসহ দেশি-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের থ্রিজি মোবাইল সেট মেলায় পাওয়া যাচ্ছে। শোভা পাচ্ছে নতুন নতুন মডেলের টেলিভিশন, রেফ্রিজারেটরসহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের। সরেজমিন মেলা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দলবেধে আসছেন মেলায়। থ্রিজি মোবাইল সেটসহ প্রযুক্তির বিভিন্ন পণ্য কিনতে ও দেখতে দেশীয় ইলেক্ট্রোনিক্স কোম্পানি ওয়ালটন প্যাভিলিয়নে তরুণ-তরুণীদের ভিড় সবচেয়ে বেশি। কোম্পানিটিও ক্রেতাদের মুগ্ধ করতে অপরুপ সাজে সাজিয়েছেন তিনতলা বিশিষ্ট প্যাভিলিয়নটিকে। এর ভেতরের ডেকোরেশনও ভালো। ক্রেতারা বেশ সাছন্দে ঘুরে ঘুরে তাদের পছন্দের পণ্যটি বেছে নিতে পারছেন। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ইতোমধ্যে মাঝামাঝি পর্যায়ে এসে পৌছেছে। প্রথম দিকে মেলায় ক্রেতা-দর্শকের খরা থাকলেও এখন তা উৎসবে রূপ নিয়েছে। ছুটিরদিন না হলেও এখন প্রতিদিনই প্রচুর ক্রেতা-দর্শকের সমাগম ঘটছে। বিশেষ করে দুপুরের পর মেলাতে প্রচুর ক্রেতা-দর্শক চোখে পড়ছে। মেলা ঘুরে দেখা গেছে, সব প্যাভেলিয়ন ও স্টলে ক্রেতা-দর্শকদের সরব উপস্থিতি। তবে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে আধুনিক প্রযুক্তির ইলেক্ট্রনিক পণ্যের প্যাভেলিয়ন ওয়ালটনে।  মেলায় এবার সবচেয়ে বেশি ইলেক্ট্রিনিক পণ্য নিয়ে প্যাভিলিয়ন সাজিয়েছে ওয়ালটন। প্যাভিলিয়ন কর্মকর্তারা জানান, মেলায় ওয়ালটনের প্রায় ৫০০ আইটেমের পণ্য প্রদর্শিত হচ্ছে। ওয়ালটনের পরেই রয়েছে সিঙ্গার ও সনি-র‌্যাংগস। আর ম্যাক্সিমাস মোবাইলের রয়েছে একটি মিনি প্যাভেলিয়ন। এছাড়া সিঙ্গার প্যাভেলিয়নে সিঙ্গার ব্র্যান্ড ছাড়াও সিম্ফনি, স্যামসাং, হুয়াওয়ে, তোশিবা, বেকোসহ বিভিন্ন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের পণ্য বিক্রি হচ্ছে। প্রতিটি প্যাভেলিয়নেই থ্রিজি মোবাইল সেটকে ঘিরে চোখে পড়ে তরুণ-তরুণীদের জটলা। ওয়ালটন প্যাভিলিয়নের ইনচার্জ আকরামুজ্জামান অপু বলেন, এবার মেলায় এসেছে বেশ কয়েকটি নতুন মডেলের সেট। এরমধ্যে প্রিমো আরএক্সের দাম ১৭ হাজার ৬৯০ টাকা থেকে ৫ শতাংশ ছাড়, প্রিমো ওয়ালপ্যাড এইটডব্লিউ ১৪ হাজার ৪৯০ টাকা থেকে ২ শতাংশ ছাড় এবং প্রিমো জিএফ আট হাজার ৬৯০ টাকা। এছাড়া বাজারে আসার অপেক্ষায় রয়েছে প্রিমো ডি-ফোর, প্রিমো জিএইচ, প্রিমো জিএফ, প্রিমো  ওয়ালপ্যাড এইটবি। তবে মেলায় বেশি সাড়া জাগিয়েছে প্রিমো ওয়ালপ্যাড সেভেন বলে তিনি জানান। এর দাম ১৪ হাজার ৪৯০ টাকা থেকে ৫ শতাংশ ছাড়। অন্যান্য সেটগুলোর মধ্যে রয়েছে- প্রিমো এক্স মিনি-১৭৯৯০
টাকা, প্রিমো এক্স ২৩,৯৯০ টাকা, প্রিমো ওয়ালপ্যাড এইট-১৫,৯৯০  টাকা, প্রিমো ওয়ালপ্যাড সেভেন-১৫,৪৯০ টাকা, প্রিমো এনএক্স-১৭,৯৯০  টাকা, প্রিমো এক্স অন- ১৬,৯৯০ টাকা।  বাণিজ্য মেলায় সিঙ্গার প্যাভেলিয়নে বিক্রি হচ্ছে সিম্ফনি ও হুয়াওয়ের  থ্রিজি মোবাইল সেট। সিম্ফনির এক্সপ্লোরার সিরিজের বেশ কয়েকটি
সেট বিক্রি হচ্ছে এখানে। এর মধ্যে এক্সপ্লোরার ডব্লিউ১৩৫- ১৬ হাজার  ৯৯০ টাকা, এক্সপ্লোরার জেড১- ১৯ হাজার ৯৯০ টাকা, এক্সপ্লোরার জেড২-  ১৯ হাজার ৫০০ টাকা, এক্সপ্লোরার ডব্লিউ৬৮- ছয় হাজার ৪৯০ টাকা, এক্সপ্লোরার ডব্লিউ১২৫- ১২ হাজার ১৯০ টাকা, এক্সপ্লোরার ডব্লিউ৩৫- পাঁচ হাজার ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে।
হুয়াওয়ের নতুন সেট এক্সেন্ড পি৬ নতুন আনা হয়েছে বলে জানান সিঙ্গারের কর্মকর্তা মিনহাজ মুসতাকিম সাকি। বিশ্বের সবচেয়ে হালকা এ সেটের দাম মেলায় পড়ছে ৩৪ হাজার ৯৯০ টাকা। এছাড়া এ সেটের সঙ্গে একটি ব্লুটুথ স্পিকার ফ্রি দেয়া হচ্ছে। এছাড়া ১০ হাজার ৪০০ টাকা থেকে ৩৫ হাজার ৪০০ টাকার মধ্যে ছয়টি থ্রিজি সেট বিক্রি হয়েছে হুয়াওয়ে ব্র্যান্ডের।এদিকে ম্যক্সিমাস থ্রিজি টাচফোন কিনলে মালয়েশিয়ার ভ্রমনের অফার দিয়েছে কোয়ারটেল ইনফোটেক লিমিটেড। এছাড়া যেকোন সেট
কিনলে একটি মগ উপহার দেয়া হচ্ছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা আশরাফুল হোসেন জানান, এ অফারসহ ম্যাক্সিমাসের অন্যান্য থ্রিজি সেটেও গ্রাহকদের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। ওয়ালটন হ্যান্ডসেট বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের ৮টি দেশে রফতানি হচ্ছে জানিয়ে আরবি গ্রুপের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের প্রধান লোকমান হোসেন আকাশ বলেন, দেশীয় ব্র্যান্ড হিসেবে এটি নিশ্চয় গর্ব করার মতো ব্যাপার। তিনি বলেন, হ্যান্ডসেটের পর আমরা সম্প্রতি ট্যাবলেট পিসি বাজারে এনেছি। ৭ ইঞ্চি স্ক্রিনের ওয়ালপ্যাড নামের এ ট্যাবলেট কম্পিউটার আমাদের গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দেবে। ১ জিবি র‌্যাম এবং ১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর সমৃদ্ধ এ ট্যাব আপনি কিনতে পারবেন ১৫ হাজার টাকায়। আগামী বছরের শুরুতে আমরা বেশ কয়েকটি নতুন মডেলের স্মার্টফোন ছাড়তে যাচ্ছি। গ্রাহকদের  জন্য এ স্মার্টফোনে চমক থাকবে। আমাদের দেশের গ্রাহকের কথা মাথায় রেখে আমরা সফটওয়্যার ডেভেলপ এবং হ্যান্ডসেট তৈরি করে থাকি। ওয়ালটন  দিচ্ছে সর্বোচ্চ মানের বিক্রয়োত্তর সেবা। দেশব্যাপী আমাদের সার্ভিসিং সেন্টার রয়েছে। স্মার্টফোনে ব্যাটারির চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখার ব্যপারেও ওয়ালটন গুরুত্ব দিয়ে থাকে। আমাদের রয়েছে একদল দক্ষ সফটওয়্যার ডেভেলপার। যারা নিয়মিত আপগ্রেডেশনের কাজ করছেন, নতুন ফারমওয়্যার আপলোড  করছেন। শিগগিরই গুগল প্লেস্টোরে আমাদের সফটওয়্যার পাওয়া যাবে। থাকবে নতুন নতুন অ্যাপস। ওয়ালটন এখন স্মার্টফোনে জোর দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ফিচার ফোন আর তেমন তৈরি করা হচ্ছে না। কেননা থ্রিজি
চালুর পর আমরা সাশ্রয়ী দামে সবার কাছে স্মার্টফোন পৌঁছে দিতে  চাই। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্য গুগলের সঙ্গে তাদের  চুক্তি রয়েছে বলেও জানান আকাশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top