সকল মেনু

সংলাপের জন্য বিদেশি চাপ নেই-বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২২ জানুয়ারি :  আগামী পাঁচ বছরের আগে জাতীয় নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। সংলাপ নিয়ে বিদেশি কোনো চাপও নেই বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

পাশাপাশি বিএনপির সঙ্গে সংলাপেরও কোনো সম্ভাবনা নেই।
বুধবার সচিবালয়ে ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ইউলিয়াম হানার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন বাণিজ্য মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের মেয়াদ পাঁচ বছর। তার আগে কোনো নির্বাচনের সম্ভাবনা আমি দেখছি না। একটি সরকার পাঁচ বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়।’

তোফায়েল আহমেদ বলেন, ‘এই সরকারও পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে। শেখ হাসিনার নেতৃত্বে দক্ষতার সঙ্গে আমরা আগামী পাঁচ বছর ইসতেহার অনুযায়ী কাজ চালিয়ে যাব।’

সংলাপ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কোনো সম্ভাবনা নেই। সংলাপের কথা আমাদের না। এটা বিদেশিরা বলছেন। তবে সংলাপের জন্য এই সরকারের ওপর কোনো ধরনের বিদেশি ‘চাপ’ নেই। বিদেশিরাষ্ট্রদূতরা সমর্থন ও অভিন্দন জানাচ্ছেন। বিভিন্ন দেশও অভিনন্দন জানিয়েছে।’

আগামী পাঁচ বছরও কোনো চাপের মধ্যে থাকব না বলে তিনি আশা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top