সকল মেনু

ভোলায় কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ৪৫ মন জাটকা আটক

ভোলা প্রতিনিধি : ভোলায় বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোন মেঘনা নাদীতে অভিযান চালিয়ে ৪৫ মন জাটকা ইলিশ আটক করে। ২১ জানুয়ারী গভীর রাতে এ অভিযান চালানো হয়। ২২ ডিসেম্বর বিকেলে কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেঃ  রাহাতুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ২১ জানুয়ারি রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ সিজি স্টেশন ভোলার একটি অপারেশন দল লেঃ এ এন এম রাকিব-উল-হাসান, (এক্স), বিএন এর নেতৃতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেঘনা নদীর বিশ্বরোডের মাথায় চরফ্যাশন- ঢাকাগামী এমভি টিপু-৪ নামক যাত্রীবাহি লঞ্চ থেকে ৪৫ মন (১ হাজার ৮শ’ কেজি) জাটকা ইলিশ জব্দ করে। জব্দকৃত জাটকার মুল্য টাকা ৩ লাখ ৬০ হাজার। জব্দকৃত জাটকা আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে জেলা মৎস্য কর্মকর্তা জব্দকৃত জাটকা বিভিন্ন  এতিমখানা, মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং, গরিব মিসকিন ও বস্তিবাসীদের মধ্যে বিতরণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top