সকল মেনু

২৪ ঘণ্টার আল্টিমেটাম খালেদা জিয়াকে-সৈয়দ আশরাফুল ইসলাম

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২১ জানুয়ারি :  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব নিয়ে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে দেওয়া খালেদা জিয়ার বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। নইলে প্রয়োজনীয় ব্যবস্থা। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আল্টিমেটাম দেন। সৈয়দ আশরাফ আরো বলেন, কোনো রাষ্ট্রদূতের ক্ষমতা নেই অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব মেটানোর। নিজেদের সঙ্কট নিজেদেরই মেটাতে হবে। ক্ষমতার লোভে রাষ্ট্রদূতদের কাছে আত্মসমর্পন করেছেন বেগম জিয়া। দেশকে আন্তর্জাতিকভাবে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করাই খালেদা জিয়ার পরিকল্পনা বলেও অভিযোগ করেন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি আরো বলেন, পাশ্ববর্তী দেশ সম্পর্কে এমন বাজে মন্তব্য বিএনপির সাজে না। বিএনপি যদি এভাবে আক্রমণাত্মক কথা বলে তাহলে দেশটা কোথায় যাবে? সাবেক প্রধানমন্ত্রীর কাছে এমন বক্তব্য আমরা আশা করি নি। এমনটা করে বিএনপি আমাদের সাথে পার্শ্ববর্তী দেশের সুসম্পর্ক নষ্ট করছে। তাদের উসকে দিচ্ছে। আমরা সবার সাথে সুসম্পর্ক রাখতে চাই। কারো সাথে খারাপ সম্পর্ক হোক এমনটা আশা করি না। পার্শ্ববর্তী দেশের সাথে হানাহানি সৃষ্টি করবেন না এটাই আমাদের আহ্বান। সৈয়দ আশরাফ বলেন, আমাদের নিজস্ব বাহিনীই দেশ রক্ষার জন্য যথেষ্ট। অন্য দেশের বাহিনীর দরকার নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top