সকল মেনু

তীব্র শীত ও কনকনে ঠান্ডায় আবারো জনজীবনে দুর্ভোগ ২৪ ঘন্টায় ২ শিশুর মৃত্যু

 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ মাঘের শুরুতেই তীব্র শীত ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে আবারো জন জীবনে দুর্ভোগ বেড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সুর্যের দেখা মিলছে না। এ অবস্থায় বিপাকে পড়েছে শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষ জন। শীত জনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ২ শিশুর মৃত্যু হয়েছে। ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ৮৮ শিশু। প্রতিদিনই বাড়ছে হাসপাতাল গুলোতে শীত জনিত রোগীর সংখ্যা।কুড়িগ্রাম সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডাঃ  মাহফুজার রহমান মুকুল জানান, হাসপাতালে প্রতিদিনই শীত জনিত রোগীর সংখ্যা বাড়ছে। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। গত ২৪ ঘন্টায় শীত জনিত রোগে ২ শিশুর মৃত্যু হয়েছে। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়া বিদ আতিকুর রহমান জানান, এ অঞ্চলের সর্বনি¤œ তাপমাত্রা বিরাজ করছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ২৩ জানুয়ারি থেকে এ অঞ্চলে মাঝারী শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top