সকল মেনু

কুড়িগ্রামে বীজতলা নষ্টের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে বীজতলা নষ্টের প্রতিবাদে মানববন্ধন ও  বিক্ষোভ সমাবেশ করেছে বর্গাচাষী ও ভুমিহীনরা।মঙ্গলবার দুপুরে রাজারহাট উপজেলা শহরে মানববন্ধন ও বিক্ষোভ করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ক্ষতিপুরন ও প্রতিকার চেয়ে স্মারকলিপি
প্রদান করে এলাকাবাসী। উল্লেখ্য রাজারহাট উপজেলার দুর্গারাম ও পার্শ্ববর্তী গ্রামের ভুমিহীন ও বর্গাচাষীরা খাস জমিতে বোরো চাষের জন্য বীজতলা তৈরী করে। সোমবার রাতে একদল দুবৃত্ত রাজারহাট উপজেলার দুর্গারাম গ্রামে ২ একর জমির ওপর তৈরী বোরো বীজতলা নষ্ট করে দেয়। বোরো চারা রোপনের সময় এসব বীজ তলা নষ্ট করে দেয়ায় কৃষকরা এই মুহুর্তে আর কোন পথ খুজে পাচ্ছেন না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top