সকল মেনু

শিশু শিক্ষার্থীদের গরম কাপড় দিয়েছে ইউএসএস

 মো. আমিররুজ্জামান, নীলফামারী ২০ জানুয়ারি:  বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসএস সংস্থার উদ্যোগে নীলফামারী সদরের ৩৩০ জন প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীকে উলের সোয়েটার ও টুপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার লক্ষীচাপ ও পলাশবাড়ি ইউনিয়নের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গরম
ওইসব কাপড় প্রদান করা হয়। গরম কাপড় প্রদানের সময় ইউএসএস নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, গণগবেষণা সমন্বয়কারী উমর ফারুক, শিক্ষা সমন্বয়কারী কুদ্দুস সরকার ও প্রকল্প সমন্বয়কারী  মোনাজ্জিনা খান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top