সকল মেনু

মৌলভীবাজার মডেল থানা থেকে অভিযোগ গায়েব

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার মডেল থানা থেকে বাদির অভিযোগ গায়েব করলেন জনৈক  সহিদুল ইসলাম এমন অভিযোগ সাধারন মানুষ ও কর্তৃপক্ষের মধ্যে জানাজানি হওয়ায় তোলপাড় শুরু হয়েছে।থানা সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারী ১৪ইং সদর উপজেলার পূর্বসাধুহাটি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আঃ নুর বাদি হয়ে ছেলের বউকে বিভিন্ন মিথ্যা অভিযোগে ফাসাতে নিজ বাড়িতে রেখে সাজানো অভিযোগ দায়ের করেন। কিন্তু তার নিকট আত্বীয় কামালপুর  গ্রামের বাসিন্দা সহিদুল ইসলাম ঘটনাটি আড়াল করতে মডেল থানার সিরিয়েল ২৬ নাম্বারের অভিযোগটি শেরপুর ফাড়ি ইনচার্জ আব্দুল  কাদিরের কাছে পৌছে দেয়ার কথা বলে থানার ডিউটি অফিসারে ডায়েরী বইতে নিজে স্বাক্ষর করে নিয়ে যান। যদিও কর্মরত ডিউটি অফিসার এটা পুলিশের মাধ্যমে ফাড়ি ইনচার্জের কাছে পৌছানোর কথা। কর্মরত ডিউটি অফিসার কোন কারনে একজন সাধারন মানুষের কাছে এই অভিযোগটি দিলেন আর তা গায়েব হয়ে গেল এটা সাধারন মানুষের মধ্যে জানাজানি হওয়ায় তোলপাড় শুরু হয়েছে থানা কর্মকর্তাসহ উর্ধতন অফিসারদের মধ্যে। বাদি আঃ নুরের সাথে রোববার দুপুরে মোবাইল ফোনে আলাপকালে জানান সহিদুল ইসলামের পরামর্শে অভিযোগটি থানায় দিয়েছি। পুলিশ তদন্ত না করে অভিযোগটি কি করেছে তার জানা নেই। এ ব্যাপারে শেরপুর ফাড়ির ইনচার্জ আব্দুল কাদিরের সাথে ১৯ জানুয়ারী রোববার বিকেলে মোবাইল ফোনে আলাপ কালে তিনি জানান, এই ঘটনার কোন অভিযোগ তিনি পাননি। এমনকি সহিদ নামের ব্যক্তি কে তিনি  ছিলেন না। অভিযোগ গায়েবের বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন তবে কিভাবে কি হয়েছে তা  তিনি খতিয়ে দেখছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top