সকল মেনু

সৈয়দপুরে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার

মো. আমিররুজ্জামান, নীলফামারী ১৯ জানুয়ারি : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, দেশকে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে জামায়াত- শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। পিছিয়ে নেই নীলফামারীর সৈয়দপুরের মানুষ। সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের এ আন্দোলন চলবে। সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ঢাকা- ঠাকুরগাঁও রোডমার্চ চলাকালে শনিবার সন্ধ্যয় সৈয়দপুরের গণজাগরণ মঞ্চের আয়োজনে শহরের জিআরপি মোড়ে অনুষ্ঠিত পথসভায় তিনি একথা বলেন। সৈয়দপুর গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা কুতুব উদ্দিন আলোর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের অগ্নিকন্যা লাকী আক্তার, ছাত্রমৈত্রীর আবুল কালাম আজাদ, ছাত্র আন্দোলনের মনিরুজআমান, সৈয়দপুরের আওয়ামী লীগ নেতা আখতার হোসেন বাদল, মোজাম্মেল হক, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার কবির, কমিউিনিষ্ট পার্টির সভাপতি নূরুজামান জোয়ার্দার, সাধারণ  সম্পাদক দেলওয়ার হোসেন জাভিস্কো প্রমুখ। পথসভায় ডা. ইমরান বলেন, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থেকে জামায়াত- শিবির ও যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে। মনুষত্ববোধ নিয়ে সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে হবে। পথসভা শেষে রোড মার্চ দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top