সকল মেনু

জেসমিনের আগাম জামিন

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৯ জানুয়ারি :  ঋণ কেলেঙ্কারির ঘটনায় বহুল আলোচিত প্রতিষ্ঠান হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাকে আগাম জামিন দেওয়া হয়। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনের উপর শুনানি শেষে রোববার দুপুরে জামিনের আদেশ দেন। আদালতে জেসমিন ইসলামের পক্ষে ব্যারিস্টার রফিকুল হক ও দুদকের পক্ষে খোরশেদ আলম শুনানি করেন। দুদকের পক্ষ থেকে জেসমিন ইসলামের কাছে তার সম্পদের হিসাবের বিবরণী চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা জমা দেননি। যার পরিপ্রেক্ষিতে রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top