সকল মেনু

সংখ্যালঘুদের উপর নির্যাতন-নিষ্পেষনের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত

 হটনিউজ ডেস্ক:  খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর জাতীয় সংসদ  নির্বাচন পূর্ব এবং পরবর্তী সময়ে সংঘটিত সহিংসতা, নির্যাতন-নিষ্পেষন, অগ্নিসংযোগ, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন আজ সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচীর আয়োজন করে। সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মিলন আই. গমেজ-এর সভাপতিত্বে এই মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মহাসচিব নির্মল রোজারিও, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ বুডিষ্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক কুমার বড়–য়া, এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, তপন মারাক, যুগ্ম মহাসচিব দীপক পিরিছ, অর্থ-সচিব জেমস সুব্রত হাজরা, প্রচার ও প্রকাশনা সচিব হেমন্ত আই কোড়াইয়া, হেনরী ডি’ কস্তা, জেমস্ দিপক পিরিছ, বলরাম বাহাদুর, দিগ্বিজয় মন্ডল, সৌরেন আরেং সেং, খোকন মূর্মূ, দিলীপ বেপারী প্রমুখ। বক্তাগণ তাঁদের বক্তব্যে নিন্মরুপ দাবী সমূহ উপস্থাপন করেন-(১) নির্বাচন পূর্ব এবং পরবর্তী সময়ে সংঘটিত নির্যাতন-নিষ্পেষনের  সকল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির বিধান করা।(২) ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সকল ব্যবস্থা গ্রহণ করা।(৩) এ যাবৎ দেশে সংঘটিত সংখ্যালঘু নির্যাতনের সকল ঘটনার সুষ্ঠু তদন্ত, ২০০১ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত সাহাবউদ্দিন কমিশনের সকল সুপারিশ বাস্তবায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। (৪) সংখ্যালঘুদের উপর সংঘটিত যে কোন নির্যাতন-নিষ্পেষনের বিচার (৫) সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন ও সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে আইন করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, স্বরাষ্ট্র ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল গঠন করা। প্রনয়ণ করা। (৬) দেশব্যাপী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top