সকল মেনু

কিছু সংখ্যক উপজেলা নির্বাচন ফেব্রুয়ারিতেই-কাজী রকিব উদ্দীন আহমদ

নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: প্রায় ৫০০ উপজেলার কিছু সংখ্যকে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আইনি বাধ্যবাধকতার কারণে তা করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ। ফেব্রুয়ারি মাসজুড়ে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা হবে। ফলে পরীক্ষার সময়ই কিছু এলাকায় নির্বাচন হবে। শনিবার শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সিইসি বলেন, “ফেব্রুয়ারির মাঝামাঝি কতগুলো উপজেলার সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। এগুলো করতে আইনি বাধ্যবাধ্যকতা আছে।”দেশে বর্তমানে ৪৮৭টি উপজেলা পরিষদ রয়েছে। এর মধ্যে শতাধিক উপজেলা পরিষদের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। পরীক্ষার সময় নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, “আমরা দেখে শুনে সিদ্ধান্ত নেব, যাতে শিক্ষার্থীদের কম সমস্যা হয় এবং আমাদেরও আইন ভাঙতে যেন না হয়।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top