সকল মেনু

কুড়িগ্রামে সলিডারিটির ৫শ দুস্থ্য শিশু পরিবারে শীতবস্ত্র বিতরণ

 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৫ শতাধিক দুস্থ্য শিশু পরিবারে শীতবস্ত্র বিতরণ করেছে সেভ দ্যা চিলড্রেন (ইন্টারন্যাশনাল) এর অর্থায়নে বেসরকারী সংস্থা  সলিডারিটি। শনিবার সকালে নাগেশ্বরী উপজেলায় ১৫০, ভূরুঙ্গামারী উপজেলায় ১৫০ ও কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ও ভোগডাঙ্গা ইউনিয়নে ২ শতাধিক দুস্থ্য শিশু পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি আব্দুর রহিম, ইফতেখার আলম, সলিডারিটি’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এস.এম.হারুন অর রশীদ লাল, চ্যানেল আই প্রতিনিধি শ্যমল ভৌমিক, প্রকল্প সমন্বয়কারী বিমল চন্দ্র সরকার সহ সংশ্লি ষ্ট ইউনিযনের চেয়ারম্যানরা । অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ১টি কন্বল ও ২টি করে গরম চাদর এবং শিশুদের ২টি করে সোয়েটার বিতরণ করা হয়। বেসরকারি সংস্থা
সলিডারিটি’র সমন্বিত শিশুকেন্দ্রিক জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প এ শীতবন্ত্র বিতরণের আয়োজন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top