সকল মেনু

ইইউর সমঝোতায় সমস্যা নিরসনের আহ্বান

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৭ জানুয়ারি:  বাংলাদেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপিকে সমঝোতা করে সমস্যা নিরসনের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের এক প্রস্তাবে এ আহ্বান জানানো হয়।বিএনপিকে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম ছাড়ার পরামর্শ দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট । বাংলাদেশে আর একটি নির্বাচন নিয়ে ভাবতে সব রাজনৈতিকদলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে তারা।বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট নিরসন ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে প্রস্তাব পেশ হয়েছে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে। ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিউ রবার্টসন জানিয়েছেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক নতুন একটি নির্বাচনের জন্য সরকারসহ সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নতুন মন্ত্রিসভার সদস্য এবং বিএনপি চেয়ারপারসনসহ বিভিন্ন রাজনৈতিকদলের প্রতিনিধিদের সঙ্গে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার কথা বলেছেন, যাতে জরুরি ভিত্তিতে ভবিষ্যতে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে একযোগে কাজ করার তাদের উৎসাহিত করা হয়েছে। গত ৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সিনেটে একই ধরনের প্রস্তাব গৃহীত হয়। বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সংলাপ শুরুর আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। গত ৫ জানুয়ারি বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। অন্যদিকে বিএনপি এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top