সকল মেনু

সাতটি পাটের গুদামে আগুন ক্ষতির পরিমান ১৯ লক্ষাধিক টাকা

লিটু সিকদার, ফরিদপুর প্রতিনিধিঃ  ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রুপাপাত বাজারে রাতে আবারও পাটের গুদামে আগুন দিয়েছে দুবৃত্তরা। এতে প্রায় সাড়ে আট শত মন পাট সহ সাতটি পাটের গুদাম আগুনে পুড়ে যায়। সরোজমীন ও এলাকাবাসী সূত্রে জানাযায় গত (বুধবার) রাত সাড়ে দশটার দিকে হটাৎ করে গুদামঘরের পিছনপার্শ্ব থেকে দাও দাও করে আগুন জ্বলে ওঠে। মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মো. লুৎফর খালাসী, ও আবুল কালামের মিয়া ১ টি করে কামাল মূন্সির ২ টি এবং গিয়াস ফকিরের ৩ টি ঘর সহ মোট ৭ টি গুদামঘর ও প্রায় সাড়ে আট শত মন পাট পুড়ে যায়। এবারও নদীর কুল থেকে আগুন জ্বলে ওঠায় ধারনা করা যায় দুবৃত্তরা ঘরের পিছন দিক থেকে ঘরের বেড়ার টিন কেটে দাহ্য পদার্থ দিয়ে  আগুনের সূত্রপাত ঘটায়। এবারও একই কায়দায় আগুনের সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসি ও ক্ষতিগ্রস্থদের ধারনা। স্থানীয় জনগনের সহায়তায় বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের সময় প্রত্যক্ষদর্শী ও ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই শাহিন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষ থেকে কোন মামলা হয়নি বলে জানিয়েছে বোয়ালমারী থানা পুলিশ। উল্লে খ্য চলতি মাসের ৭ তারিখে একই স্থানে একই ধরনের অগ্নিকান্ডে ২ টি পাটের গুদাম সহ চারশত মন পাট পুড়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top