সকল মেনু

নির্বাচন আগেও হতে পারে সমঝোতা হলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৩ জানুয়ারি: ব্যবসায়ীদের সঙ্গে সুসস্পর্ক রেখে বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত মন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে সচিবালয়ে নিজ দফতরে প্রবেশ করেই বললেন, সমঝোতা হলে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন হতে পারে। মন্ত্রী হিসেবে শপথ নিয়ে সোমবার সকাল সাড়ে দশটায় বাণিজ্য মন্ত্রণালয়ে আসেন  তোফায়েল আহমেদ ।  এর আগে ১৯৯৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারেও বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি।তোফায়েল আহমেদ বলেন, ব্যবসায়ী সমাজের সঙ্গে আমার সুসস্পর্ক রয়েছে। আমার প্রথম অগ্রাধিকার থাকবে ব্যবসায়ীদের সঙ্গে সুসস্পর্ক রেখে কাজ করা। তাদের কাজে সহযোগিতা করা। তিনি আরো বলেন, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য কীভাবে আরো বাড়ানো যায় দায়িত্ব পালনকালে সেটি গুরুত্ব পাবে। বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ভুল রাজনীতি করেছে নির্বাচনে অংশ না নিয়ে। তবে তারা ভুল বুঝতে পেরে অবরোধ থেকে সরে গেছে। তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তোফায়েল আহমেদ বলেছেন, সমঝোতা হলে অনেক কিছুই সম্ভব। তবে বিএনপিকে রাজপথের হানাহানি বন্ধ করে সুস্থপথে আসতে হবে। সমঝোতা হলে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন হতে পারে।   মন্ত্রিসভায় জাতীয় পার্টির সদস্যরা স্থান পাওয়ায় তারা বিরোধী দল হিসেবে কতটা ভুমিকা পালন করতে পারবে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় পার্টি বিরোধী  দল হিসেবে সরকারের সমালোচনা করবে। আবার সরকারে থেকে কাজ করবে। এই নজীর  অনেক দেশেই রয়েছে।উল্লেখ্য, ১৯৭৫ সালের ১১ আগষ্ট বঙ্গবন্ধুর সঙ্গে সচিবালয় থেকে বেরিয়ে যান তিনি। ২১ বছর পর ১৯৯৬ সালে আবার বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এর ১৩ বছর পর আবার দায়িত্ব পেলেন বাণিজ্য মন্ত্রণালয়ের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top