সকল মেনু

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি

 ইন্টারন্যাশনাল ডেস্ক:  ইরানের পারমাণবিক কর্মসূচী আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়মিত পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে ঐক্যমতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তেহরান। এ মাসের ২০ তারিখ থেকে এই চুক্তি কার্যকর হবে, আর পরবর্তী ছয় মাসের মধ্যে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ চুক্তি সম্পাদিত হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রেসিডেন্ট ওবামা এই অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানালেও, চুক্তির শর্ত মানতে ব্যর্থ হলে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে তেহরানকে সতর্ক করে দিয়েছেন। চুক্তির শর্ত মোতাবেক এই সময়সীমার মধ্যে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত এবং ইতোমধ্যে সমৃদ্ধ-কৃত ইউরেনিয়ামের ২০ শতাংশ অকার্যকর করবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেছেন এই চুক্তি বাস্তবায়নের সময় থেকে তেহরানের ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করা উচিত। আরাগসি বলেছেন যে জানুয়ারির ২০ তারিখ থেকে চুক্তি বাস্তবায়নের ব্যপারে দু’পক্ষই সম্মত হয়েছে। ঐদিন থেকে উভয় পক্ষই জেনেভা চুক্তির শর্তাবলী বাস্তবায়ন শুরু করবে। আর সেদিন থেকেই যেন ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু হয়। ইরান গোপনে পারমানবিক অস্ত্র তৈরি করছে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ বরাবরই নাকচ করেছে দেশটি। সূত্র: বিবিসি অনলাইন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top