সকল মেনু

শম্পা নায়িকা নয় অভিনেত্রী হতে চান

 আফিফা জামান, ঢাকা, ১১ জানুয়ারি :  রাজনৈতিক অস্থিরতায় আটকে আছে শম্পা অভিনীত ছবি ‘মনের মধ্যে লেখা’। আর সম্প্রতি শুটিং শেষ করেছেন ‘গ্যাংস্টার রিটার্ন’ ছবিতে। তাই আপাতত চলচ্চিত্রের ব্যস্ততা থেকে কিছুটা মুক্ত তিনি। এখন টেলিভিশনের কাজ নিয়েই যত ব্যস্ততা। সিনেমার তেমন চাপ না থাকলেও টিভি উপস্থাপনায় বেশ ভালোই ব্যস্ত আছেন এ সুপার হিরোইন। শম্পা জানালেন, এখন তার উপস্থাপনায় দুটি অনুষ্ঠান হচ্ছে টিভি পর্দায়। এর একটি হচ্ছে রূপালী পর্দা, অপরটি সুরের মাধুরী। এছাড়া কিছু একক নাটকের কাজ করছেন। ‘বড় বাড়ির ছোট বউ’ ধারবাহিকে শম্পা ছোট বউয়ের চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। নতুন ধারাবাহিকের খবর জানতে চাইলে শম্পা বলেন, “এখন নতুন কোন ধারাবাহিকে কাজ করছি না। তবে কয়েকটিতে কাজের বিষয়ে কথা চলছে।” রিয়েলিটি শো সুপার হিরো সুপার হিরোইন দিয়ে দেশের শোবিজ অঙ্গনে পা রাখেন শম্পা হাসনাইন। নজরকাড়া গ্ল্যামার আর অভিনয় নৈপুণ্যে মুগ্ধ করেছেন দর্শকদের। এখন সিনেমায় তার মূল কর্মক্ষেত্র। নায়িকা হিসেবেই তো তার বেশী পরিচিতি। শম্পা অবশ্য নায়িকা নয়, অভিনয় শিল্পী হতে চান। আর আলাপচারিতার মাঝে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চলচ্চিত্রে অভিনয় করলেও কখনও টিভি পর্দা থেকে সরে যেতে চান না। এ প্রসঙ্গে শম্পা বলেন, “অনেকেই সিনেমায় কাজ শুরু করার পর টিভি পর্দা থেকে সরে যান। কিন্তু আমি টিভি পর্দায় সব সময় কাজ করতে চাই। আমার শুরুটা তো টেলিভিশনের মধ্য দিয়ে। আমি একজন অভিনয় শিল্পী হতে চাই। অভিনয় করতে চাই সব মাধ্যমে। প্রসঙ্গত এনটিভির `সুপার হিরো সুপার হিরোইন` প্রতিযোগী থাকা অবস্থায়তে ২০১০ সালে  `মাটির পিঞ্জিরা` চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অভিনয় শুরু করেছিলেন শম্পা। এরপর ছোট পর্দায় বেশ কিছু একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top