সকল মেনু

মেজ মেয়ের জন্য অপেক্ষায় দাফন সোমবার

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১২ জানুয়ারি : সদ্য প্রয়াত সাবেক প্রধান বিচারপতি ও ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান ছিলেন তিন কন্যার জনক। বড় মেয়ে দেশে থাকলেও বাকি দুই মেয়ে থাকেন আমেরিকায়। ছোট মেয়ে এক সপ্তাহ আগে দেশ থেকে ঘুরে যাওয়ায় আসতে পারবেন না। তবে মেজ মেয়ে আসবেন সোমবার। সে অপেক্ষাতেই মরদেহ রাখা হয়েছে হিমাগারে। পারিবারিক সূত্রে জানা গেছে, মেজ মেয়ে দেশে এলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে সোমবার সকাল ১০টায় শহীদ মিনারে রাখা হবে মরদেহ। সেখানে অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। তারপর দুপুরে সুপ্রিম কোর্টে দ্বিতীয় এবং গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে হাবিবুর রহমানকে বনানী করস্থানে দাফন করা হতে পারে। রোববার বিকেলে এ বিষয়ে প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এর আগে শনিবার রাতে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর ইউনাইডেট হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাবিবুর রহমানকে। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও আত্মীয়-স্বজন। হাসপাতালে নেয়া হলে শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে শেষ নি;শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর হাবিবুর রহমানের শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন, রাজনীতিকরা হাসপাতালে ভিড় জমান। মৃত্যু সংবাদ শুনেই ছুটে আসা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ’৯৬ সালের সংসদ নির্বাচনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন নিরপেক্ষ, সৎ বিচারক। তার চলে যাওয়া জাতির অপূরণীয় ক্ষতি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top