সকল মেনু

রাষ্ট্রপতির অনুমোদন; ৪৮ মন্ত্রীর নতুন সরকার

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১১ জানুয়ারি :  নতুন সরকারের মন্ত্রিসভা হচ্ছে ৪৮ সদস্যের। এর মধ্যে ২৮ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী থাকছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের হেভিওয়্টে নেতারা মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। উল্লেখযোগ্য যারা মন্ত্রী হচ্ছেন তাদের মধ্যে রয়েছেন সৈদয় আশারাফুল ইসলাম, নুরুল ইসলাম নাহিদ, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, আমির হোসেন আমু, আবুল মাল আবদুল মুহিত, আসাদজ্জামান নূর, ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, মুজিবুল হক, হাসনানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, মশিউর রহমান রাঙ্গা, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, জিয়াউদ্দিন বাবলু, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রমুখ। রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন মন্ত্রিসভা অনুমোদন দিয়েছেন।  শনিবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইঞা এসব তথ্য জানান। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ এক হাজার অতিথিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top