সকল মেনু

কুয়াশায় মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ

p------01020140111035124 জেলা প্রতিবেদক, মুন্সীগঞ্জ, ১১ জানুয়ারি:  ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি। এতে পদ্মায় ৭ থেকে ৮টি ফেরি প্রায় দুই শতাধিক যানবাহন নিয়ে আটকা পড়েছে। এদিকে, শুক্রবার দিনভর মাওয়া প্রান্তে অতিরিক্ত যানবাহনের চাপে সৃষ্ট যানজট মধ্যরাতেও অপরিবর্তিত রয়েছে। নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় আটকে পড়া যানবাহনের সংখ্যা উভয়পাড়ে বৃদ্ধি পাচ্ছে। বিআইডব্লিউটিসি মাওয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর জানান, দেশজুড়ে চলমান শৈত্য প্রবাহের মধ্যে কুয়াশা বৃদ্ধি পাওয়ায় শুক্রবার রাত সাড়ে ১২টায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। হাইওয়ে পুলিশের মাওয়া কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক মো. সাহাদাত হোসেন জানান, মাওয়া প্রান্তে পণ্যবাহী ট্রাকসহ কয়েক শতাধিক যানবাহন পারপারের অপেক্ষায় রয়েছে। ফেরি চালু না হওয়া পর্যন্ত সৃষ্ট যানজট নিরসন করা সম্ভব নয়। আর তার জন্য কুয়াশা পরিস্কার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top